ঝিনাইদহের কালীগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও প্রধান ও কর্মকর্তাদের নিয়ে মাসিক এনজিও সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা সাড়ে ১২টায় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের অফিস রুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কেৌশিক খান,উপজেলা সমবায় কর্মকর্তা। মাসিক এনজিও সমন্বয় সভার আজকের মিটিং এ উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডর ভারপ্রাপ্ত এরিয়া কো অডিনেটর শাহজাহান আলী বিপাশ,পল্লী উন্নয়ণ সংস্থার পিসি জিয়া হায়দার,ধোপাদি মহিলা উন্নয়ণ সংস্থার নির্বাহী পরিচালক সুরাইয়া, সেভ কালীগঞ্জ এর পুর্ণিমা রানী পাল, জাগরনি চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মো: নজরুল ইসলাম, ব্র্যাক এর শাখা ব্যবস্থাপক নিত্য গোপাল বিশ্বাস,সিএসএস বিএম নিমতলা ব্রাঞ্চ এর ফরিদা ইয়াসমিন, আর্স বাংলাদেশের মো: মিজানুর রহমান, মো:মনিরুজ্জামান, সিএসএস কালীগঞ্জ শাখার মিনারুল গোলদার প্রমুখ। এছাড়াও ইউএনও অফিসের পেশকার লুৎফর রহমান ,ফজলুর রহমান উপস্থিথ ছিলেন। সমন্বয় সভায়, এনজিও পোর্টাল নিয়ে আলোচনা হয়। একই সাথে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা করোনা ভাইরাস নিয়ে এনজিওর বিভিন্ন মিটিং এ জনসচেতনামুলক কার্যক্রম পরিচালনার জন্য জানান। একই সাথে এনজিওদের কার্যক্রম সম্পর্কে ইউএনও অফিসে তথ্য প্রদান করতে বলেন। এছাড়াও এনজিও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

Post a Comment

Previous Post Next Post