সংস্থার ভিশন/লক্ষ্য ঃ বাংলাদেশের গনমানুষের জন্য একটি সুখী,সমৃদ্ধ,বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা যেখানে সকলেই তার মৌলিক চাহিদা পূরণে সক্ষম। √. সংস্থার মিশন/উদ্দেশ্য ঃ অতি দরিদ্র,দরিদ্র ও মধ্যস্বত্ব গ্রাহকদের জন্য একটি স্বাধীন,টেকসই,কার্যকর ও সাশ্রয়ী ক্ষুদ্র অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে তাদেরকে ন্যায়সংগত মূল্যে বহুমুখী,কার্যকর এবং গ্রাহক চাহিদামুখী গুনগত মানসম্পন্ন আর্থিক এবং সামগ্রিক সামাজিক ও ব্যবসায়িক উন্নয়ন সেবা প্রদান করা। * সংস্থার কর্মসূচি সমূহ ঃ # ক্ষুদ্র অর্থনৈতিক কর্মসূচি # কৃষি অর্থায়ন কর্মসূচি # ক্ষুদ্র ও মাজারী উদ্যোগ আর্থায়ন কর্মসূচি # হত দরিদ্র উন্নয়ন কর্মসূচি # মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি # দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি # রেমিটেন্স সেবা * কালীগঞ্জ উপজেলায় কর্মসূচি সমূহ ঃ # ক্ষুদ্র অর্থনৈতিক কর্মসূচি # কৃষি অর্থায়ন কর্মসূচি # ক্ষুদ্র ও মাজারী উদ্যোগ আর্থায়ন কর্মসূচি # এস,এম,এ,পি প্রকল্প # ওয়াটার ক্রেডিট প্রকল্প # রেমিটেন্স সেবা গত সেপ্টেম্বর ২০২০ মাসে সাধারন সঞ্চয় ২০৫৯ জন। মোট টাকা ৭১৪৩৯৬৪। মেয়াদী সঞ্চয় ১৮৯৩ জন। টাকা ১০১৫৩২৫২। সেপ্টেম্বও মাসে ঋণ দেওয়া হয়েছে সাধারন ঋণ ৪৮ জনের ১৬৯১০০ টাকা। ঋন স্থিতি ৬৯০ জনের ১২৬৭৪২৫৭ টাকা। কৃষি ঋণ ্রদান ৪১ জনের ১৮১৭০০০ টাকা। স্থিতি ১৩২৯৯৭১৩ টাকা। ক্ষুদ্র উদ্যেক্তা ঋণ ৬ জনের মাঝে ১১০০০০০ টাকা। স্থিতি ১৮৭ জনের ১৯৫৭৩২৫০ টাকা। ওয়াটার ক্রেডিট প্রকল্প ঋণ ৮ জনের ৮৮০০০ টাকা। স্থিতি ১১৩ জনের৮৫১৯৭৩ টাকা। তথ্য প্রদান: মো ঃ হাদিউজ্জামান শাখা ব্যবস্থাপক,নিমতলা শাখা ,বুরো বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post