ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও সমন্বয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কেৌশিক খান, উপজেলা সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন। বক্তব্য রাখেন সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের শাহজাহান আলী বিপাশ, চ্যালেঞ্জারের সোহেল আহমেদ, কার্ড মহিলা সমিতির মর্জিনা খাতুনসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ। এনজিও সমন্বয় সভায় গত অক্টোবর মাসে এনজিও প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরা হয়।

Post a Comment

Previous Post Next Post