জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা কালীগঞ্জ উপজেলার আর্থ সামাজিক, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা,পুষ্টি নিয়ে কাজ করছে। গত ডিসেম্বর ২০২০ মাসে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের উল্লেখযোগ্য কামর্যখ্রমের মধ্যে স্কুল পর্যায়র ২১ জন মেয়ের মাসিক ৩০০ টাকা হারে এবং কলেজ পর্যায়ের ৩৪জন মেয়ের মাসিক ৪০০ টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। এছাড়াও কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও রায়গ্রাম ইউনিয়নের ১৫জন ক্ষুধাজয়ী নারীকে হাঙ্গার ফ্রি প্রাইজ প্রদান করা হয়েছে। নগদ ৫ হাজার টাকা., একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি, রায়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু। উদ্দেশ্য লক্ষিত নারী থেকে যারা ইতিমধ্যে ক্ষুধাকে জয় করেছেন তাদের কাজে উৎসাহ প্রদান করা । এছাড়াও ডিসেম্বর মাসে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কর্ম এলাকার স্টেক হোল্ডারদের নিয়ে ( সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিক,সুধীজন,জনপ্রতিনিধি) করোনায় অংশীজনদের খাদ্য নিরাপত্তা বিষয়ে আলোচনা সভা। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপঝেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। এছাড়াও, ডিসেম্বর মাসে কালীগঞ্জৈর দুইটি ইউনিয়নের ১৩টি গ্রামের ২৮জন লোকাল সার্ভিস প্রোভাইডার (এলএসসি)দের ৬ দিন ব্যাপী প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। সকল কার্যক্রম স্বাস্থ্য বিধি মেনে পরিচালনা করা হয়েছে। তথ্য প্রেরন: শাহজাহান আলী বিপাশ, এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, কালীগঞ্জ অফিস।

Post a Comment

Previous Post Next Post