১। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীঃ
ক) পল্লী সমাজ মিটিং নারী নির্যাতন প্রতিরোধে মিটিং ১৪টি।
খ) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ০৪টি।
গ) নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানবন্ধন ০৩টি।
ঘ) পল্লী সমাজের সদস্যদের সরকারি/বেসরকারি অফিসের মাধ্যমে সেবা সম্পদ অর্জন ২৭৮০টি।
ঙ) হট নম্বর প্রচারের ব্যবস্থা ১০টি।
২। আইন সহায়তদা কর্মসূচীঃ
ক) অভিযোগ গ্রহন=০৫টি।
খ) মীমাংসা/ সালিশ=০৬টি।
গ) দেনমোহর/ভরনপোষন আদায়=২,৭০,০০০টাকা।
৩। স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীঃ
ক) ৩৬ জন কোর্স সমাপ্ত শিক্ষার্থীদের ৩৬ জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
খ) সমস্ত গঈচ দেরকে শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
৪। ক্ষুদ্র ঋণ কর্মসূচী (দাবি)ঃ
ক) ক্ষুদ্র ব্যবসা, কৃষি, মৎস ও হাঁস মুরগী পালন, মেডিসিন ব্যবসা ও মুদি ব্যবসা খাতে ৩২৮ জনকে ১,৬৮,৪৪,০০০ টাকা ঋণ বিতরন করা হয়।
৫। প্রগতি কর্মসূচীঃ
ক) প্রবাসী, রেমিটেন্স ও ব্যাবসায়ী খাতে ৩৬ জনকে ১০৫১.৯০ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
৬। বর্গচাষী উন্নয়ন প্রকল্পঃ
ক) ১৭৫ জনকে ৮০.২৮ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
এছাড়াও বর্তমান পরিস্তিতে ব্র্যাকের সকল কর্মী করোনা মোকাবেলায় করনীয় সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছে। মানুষের চাহিদা ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে ব্র্যাক সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।
ধন্যবাদ।
নিত্য গোপাল বিশ্বাস
শাখা ব্যবস্থাপক
ব্র্যাক কালীগঞ্জ শাখা
ঝিনাইদাহ
إرسال تعليق