Integrated Sustainable Project for Arsenic Mitigation of Drinking Water through SONO Filter for the Arsenic Expose Poor People of Kaligonj Upazila, Jhenaidah District
প্রকল্পের মেয়াদ ঃ ০১ নভেম্বর’ ২০১৯ইং থেকে ৩০ সেপ্টেম্বর’ ২০২২ইং।
প্রকল্পের কর্মএলাকা ঃ কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভা, বারোবাজার, সুন্দরপুর দুর্গাপুর, জামাল, কাষ্টভাঙ্গা, নিয়ামতপুর ইউনিয়ন, জেলাঃ ঝিনাইদহ।
প্রকল্পের উপকাভোগীঃ প্রকল্পের কর্মএলাকার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবার।
প্রকল্পের কার্যক্রমসমুহঃ মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) তার জন্মলগ্ন থেকে আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠির মধ্যে আর্সেনিক মুক্তকরণ “সনো ফিল্টার” বিতরণ করে বিকল্প বিশুদ্ধ পানি প্রাপ্তির সুযোগ করে দিয়ে আর্সেনিক সমস্যা সমাধানে যথাযথ ভুমিকা রেখে আসছে। ধণী ব্যক্তি অপেক্ষা দরীদ্র জনগোষ্ঠি আর্সেনিকোসিস রোগে অধিক আক্রান্ত হয়। আর্সেনিক দূষন নিরসনে মাশউক দরীদ্র জনগোষ্ঠির সাথে কাজ করার কৌশল নির্দ্ধারণ করেছে যারা ইতিমধ্যে আর্সেনিক দূষনে আক্রান্ত হয়েছে অর্থাভাবে কোন কাজ করার সুযোগ পাচ্ছেনা তাদের জন্য মাশউক ক্রমান্বয়ে কার্যক্রম প্রসারিত করছে যেমন, আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র জনগোষ্ঠির মধ্যে আর্সেনিক মুক্তকরণ সনোফিল্টার সংস্থাপন, মাদার ক্লাব (মোটিভেশনাল সেন্টার) স্থাপনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে আর্সেনিকের ভয়াবহতা, নিরাপদ পানি পান, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধি, মা-শিশু স্বাস্থ্য, পরিস্কার-পরিচছন্নতা, পরিবার পরিকল্পনা, সু-স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম এবং উঠান বৈঠক ও প্রচার কার্যক্রমের মাদ্যমে উপকারভোগীদের মাঝে আর্সেনিকের ভয়াবহতা, সু-স্বাস্থ্য ও পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচীসহ উপকারভোগীদের প্রশিক্ষণের মাধ্যমে সনোফিল্টার সংস্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ জ্ঞানদান। মাশউক দরীদ্র জনগোষ্ঠির দারিদ্র বিমোচনে আয় বৃদ্ধিমুলক কর্মসূচী তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সহযোগীতা করা সহ প্রি-স্কুল শিশুশিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে সচেতন এবং আর্সেনিক মুক্তকরন সনো ফিল্টার সরবরাহের মাধ্যমে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান ও গৃহস্থলীর কাজে ব্যবহারের উপযোগী পানির ব্যবস্থা করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলা পৌরসভাসহ ৬টি ইউনিয়নে আর্সেনিকে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র জনগোষ্ঠির মধ্যে নিম্নে বর্ণিত কর্মসূচী পালন করছে।
১. মাদার’স ক্লাব (মোটিভেশনাল সেন্টার), উঠান বৈঠক এবং প্রচার কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের মাঝে আর্সেনিকের ভয়াবহতা, নিরাপদ পানি পান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা-শিশু স্বাস্থ্য, পরিস্কার-পরিচছন্নতা, পরিবার পরিকল্পনা, পুষ্টি, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম;
২. আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ “সনোফিল্টার” সংস্থাপন;
৩. প্রকল্পের স্টাফ ও উপকারভোগীদের প্রশিক্ষণ।
নিবন্ধণ কতৃপক্ষ ঃ (১) সমাজসেবাঃ নিবন্ধন নম্বর- কুষ্টিয়া-৩৪৩/২০০০;
(২) এনজিও বিষয়ক ব্যুরোঃ নিবন্ধন নম্বর-১৭১৯, তারিখ: ১০.০৬.২০০২ইং,
সর্বশেষ নবায়ন যা ২০২২ সাল পর্যন্ত কার্যকর থাকবে;
(৩) মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটিঃ সনদ নম্বর- ০৩৪৫৭-০২০২৪-০০০৬৭
প্রকল্পের কর্মএলাকার মোট জনবল ঃ ১২ জন (ডিসেম্বর’২০২০ইং)
cÖK‡íi bvgt “Integrated Sustainable Project for Arsenic Mitigation of Drinking Water through SONO Filter for the Arsenic Expose Poor People of Kaligonj Upazila, Jhenaidah District”
১) মাদার’স ক্লাব (মোটিভেশনাল সেন্টার), উঠান বৈঠক এবং প্রচার কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য ও আর্সেনিক বিষয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভাঃ প্রকল্পের কর্ম এলাকায় ২০২০ সালে বারবাজার ইউনিয়নের মাজদিয়া গ্রামে ১টি, কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাষ্টভাঙ্গা গ্রামে ১টি এবং জামাল ইউনিয়নের ছোট তালিয়ান গ্রামে ১টি সর্বমোট ৩টি মোটিভেশনাল সেন্টার স্থাপন করা হয়েছে। উক্ত মোটিভেশনাল সেন্টার এবং কর্মএলাকার বিভিন্ন গ্রামে হেলথ্্ মোটিভেটর (এইচএম), কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (সিএসপি) ও কালচারাল প্রমোটর পর্যাক্রমে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে উপকারভোগীদের আর্সেনিকের ভয়াবহতা, নিরাপদ পানি পান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা-শিশু স্বাস্থ্য, পরিস্কার-পরিচছন্নতা, পরিবার পরিকল্পনা, পুষ্টি, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক ব্যবহার করা, বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধৌত করা ইত্যাদি বিষয়ে সচেতন করা এবং সনোফিল্টার সংস্থাপন, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সচেতনতা সভা করে। এছাড়াও উপকারভোগীদের মোটিভেশনাল সেন্টার এ নিয়মিত উপস্থিত হতে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকটি সেন্টারে লুডু, ক্যারাম ও মোটিভেশন আইটেম যেমন- পোস্টার, ছবি ও ফ্লিপ চার্ট ইত্যাদি উপকরণ রাখা আছে।
কার্যক্রম পূর্বের মাস বর্তমান মোট অর্জন মন্তব্য
মোটিভেশনাল সেন্টার সংস্থাপন সংখ্যা (২০২০ সাল) ০৩টি -- ০৩টি
মোটিভেশনাল সেন্টারে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা ১২টি ০৩টি ১৫টি
উঠান বৈঠক ও প্রচার কার্যক্রম ১২টি ০৫টি ১৭টি
স্বাস্থ্যসেবা বিষয়ক সচেতনতা সভা (হেলথ ক্যাম্প) ০৮টি ০৪টি ১২টি
২) আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরণ “সনোফিল্টার” সংস্থাপনঃ করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে আর্সেনিক আক্রান্ত ও ঝুকিতে থাকা কর্মএলাকার দরিদ্র পরিবারের মাঝে ১৭৩টি সনোফিল্টার বিতরন, সংস্থাপন এবং সনোফিল্টার ব্যবহার ও রক্ষনাবেক্ষনের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
কার্যক্রম পূর্বের মাস বর্তমান মোট অর্জন মন্তব্য
সনোফিল্টার সংস্থাপন (২০২০ সাল) ২,৪৩২টি ১৭৩টি ২,৬০৫টি
সনোফিল্টার প্রশিক্ষণ (ব্যবহার ও রক্ষনাবেক্ষন) ২,৪৩২জন ১৭৩জন ২,৬০৫জন
৩) প্রকল্পের স্টাফ ও উপকারভোগীদের প্রশিক্ষণঃ সংস্থার নিজস্ব প্রশিক্ষক/কর্মকর্তা দ্বারা প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার, হিসাবরক্ষক, সুপারভাইজার কাম সনো ফিল্টার টেকনিশিয়ান, এসিসটেন্ট সুপারভাইজার, হেলথ্ মোটিভেটর ও কালচারাল প্রোমোটর প্রজেক্ট প্লানিং ওয়ার্কসপ প্রদানের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরী করা। পরবর্তীতে উক্ত কর্মকর্তা ও প্রশিক্ষক প্রজেক্টের অন্যান্য স্টাফ ও উপকারভোগীদের সনোফিল্টার সংস্থাপন, ব্যবহার, রক্ষনাক্ষেন, প্রাইমারী হেল্থ এওয়ারন্যাস অফ আর্সেনিকোসিস বিষয়ে নির্দিষ্ট সময়ে প্রশিক্ষণ প্রদান করে।
কার্যক্রম পূর্বের মাস বর্তমান মোট অর্জন মন্তব্য
প্রশিক্ষণ (উপকারভোগী) সংখ্যা ০২ টি ÑÑটি ০২ টি
প্রশিক্ষণার্থীর সংখ্যা (জন) ২০ জন ÑÑজন ২০ জন
প্রশিক্ষণ (স্টাফ) সংখ্যা ০৫ টি ÑÑটি ০৫ টি
প্রশিক্ষণার্থীর সংখ্যা (জন) ২২ জন ÑÑজন ২২ জন
إرسال تعليق