যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে, বুরো বাংলাদেশ নিমতলা শাখার নভেম্বর/২০২০ ইং মাসের শেষে বুরোর সার্বিক কর্মসূচীর উপর একটি চিত্র নিম্নে আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হল। সঞ্চয়ের প্রতিবেদন ঃ ক্রঃনং খাত সমূহের নাম নভেম্বর/২০২০ ইং মাস শেষে সঞ্চয় স্থিতি জন টাকা ১ সঞ্চয় সাধারণ সঞ্চয় ১৮৫০ ৭০৩৮৫৭৮ মেয়াদী সঞ্চয় ১৮৭৩ ১০২৬১৪৮২ ২ শাখার মোট সঞ্চয় ১৮৫০ ১৭৩০০০৬০ ঋণের প্রতিবেদনঃ ৩ খাত সমূহ সার্ভিস চার্জের হার নভেম্বর/২০ মাসের ঋণ বিতরণ নভেম্বর/২০ ইং মাসের ঋণের স্থিতি জন টাকা জন টাকা সাধারণ ঋণ ২৪% ৬০ ২২১৭০০০ ৬৮১ ১৩২৬৭৮৪৮ কৃষি ঋণ ২৪% ৫০ ২৬২১০০০ ৩০৯ ১৫৪৮০২৯৪ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ২৪% ৮ ১৪৭০০০০ ১৬৭ ১৮৩৬৫৬৭০ ওয়াটার ক্রেডিট প্রকল্প ঋণ ২৪% ১৫ ৩১২০০০ ১০৮ ৯৬১৯১৪ এসএমএপি প্রকল্প ঋণ ১৯% ৯ ৫০০০০০ ২৪ ৯৮০৪৮০ সর্বোমোট ঃ ১৪২ ৭১২০০০০ ১২৮৯ ৪৯০৫৬২০৬ √. সংস্থার ভিশন/লক্ষ্য ঃ বাংলাদেশের গনমানুষের জন্য একটি সুখী,সমৃদ্ধ,বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা যেখানে সকলেই তার মৌলিক চাহিদা পূরণে সক্ষম। √. সংস্থার মিশন/উদ্দেশ্য ঃ অতি দরিদ্র,দরিদ্র ও মধ্যস্বত্ব গ্রাহকদের জন্য একটি স্বাধীন,টেকসই,কার্যকর ও সাশ্রয়ী ক্ষুদ্র অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে তাদেরকে ন্যায়সংগত মূল্যে বহুমুখী,কার্যকর এবং গ্রাহক চাহিদামুখী গুনগত মানসম্পন্ন আর্থিক এবং সামগ্রিক সামাজিক ও ব্যবসায়িক উন্নয়ন সেবা প্রদান করা। * সংস্থার কর্মসূচি সমূহ ঃ # ক্ষুদ্র অর্থনৈতিক কর্মসূচি # কৃষি অর্থায়ন কর্মসূচি # ক্ষুদ্র ও মাজারী উদ্যোগ আর্থায়ন কর্মসূচি # হত দরিদ্র উন্নয়ন কর্মসূচি # মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি # দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি # রেমিটেন্স সেবা * কালীগঞ্জ উপজেলায় কর্মসূচি সমূহ ঃ # ক্ষুদ্র অর্থনৈতিক কর্মসূচি # কৃষি অর্থায়ন কর্মসূচি # ক্ষুদ্র ও মাজারী উদ্যোগ আর্থায়ন কর্মসূচি # এস,এম,এ,পি প্রকল্প # ওয়াটার ক্রেডিট প্রকল্প # রেমিটেন্স সেবা অতএব, মহোদয় উপরোক্ত তথ্য গ্রহণে আপনার মর্জি হয়। ধন্যবাদান্তে, মো ঃ হাদিউজ্জামান শাখা ব্যবস্থাপক,নিমতলা শাখা ,বুরো বাংলাদেশ। বুরো বাংলাদেশ শাখ কার্যালয়,মো ঃ রেজাউল ইসলামের বাড়ি , গান্না রোড , কালীগঞ্জ, ঝিনাইদহ। মোবা ঃ ০১৭৩৩২২০৪৩৭ স্বারক নং-নিশাকা- ৩৬৩/১২/২০২০/৭/১৮ বরাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কালীগঞ্জ উপজেলা।

Post a Comment

Previous Post Next Post