ব্র্যাক কালীগঞ্জ শাখা কর্তৃক সেপ্টেম্বর ২০২০ এর পরিচালিত কার্যক্রম সমূহ। ১। যক্ষ্মা কর্মসূচীঃ ক) সেপ্টম্বর/২০ মাসে ৪৩১ জন রোগী কফ পরীক্ষা করে ৪৯ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। খ) ব্র্যাক কালীগঞ্জ শাখা অফিসের আওতায় ২২২ জন যক্ষ্মা রোগীকে নিয়মিত সাস্থ্য সেবিকা কর্তৃক ঔষধ খায়ানো হয়। গ) সাস্থ্য সেবিকা কর্তৃক প্রসুতি মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীঃ ক) বাল্য বিবাহ রোধ ০২টি। খ) ০১ জন নির্যাতিত মহিলাকে নগদ অর্থ সাহাজ্য ১৫০০টাকা প্রদান। গ) শারীরিক নির্যাতন প্রতিরোধ ১০টি। ঘ) গনসচেতনামূলক সভা (যেীতুক, নারী নির্যাতন, বাল্য বিবাহ) ১০টি। ৩। আইন সহায়তদা কর্মসূচীঃ ক) মামলা=০১টি। খ) অভিযোগ গ্রহন=১৫৫টি। গ) মীমাংসা/ সালিশ=০৪টি। ঘ) দেনমোহর/ভরনপোষন আদায়=২,৫০,০০০টাকা। ঙ) স্বামীর সংসারে তুলে দেওয়া হয় ০১জন। ৪। শিক্ষা কর্মসূচীঃ ক) শিক্ষিকা , অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। খ) অভিভাবকদের সাথে ফোনে যোগাযোগ করা। গ) ৯৯.২ এফএম রেডিও ঝিনুকে শিশু শ্রেণী ক্লাস হয়। (শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫মিনিট সেগুলো শোনা) ঘ) শিক্ষার্থীর বাড়ির কাজ মূল্যায়ণ করা। ঙ) গনকেন্দ্রর মাধ্যমে ১৫টি হইস্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ানদের সাথে যোগাযোগ করা। ৫। স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীঃ ক) ০৪টি ট্রেডে কাজ করছে।(মোবাইলফোন সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, টেলারিং এন্ড ড্রেস মেকিং, মোটরসাইকেল সাভিসিং) ৬। ক্ষুদ্র ঋণ কর্মসূচীঃ ক) ক্ষুদ্র ব্যবসা, কৃষি, মৎস ও হাঁস মুরগী পালন, মেডিসিন ব্যবসা ও মুদি ব্যবসা খাতে ২৬২ জনকে ১,৪০,৭০,০০০টাকা ঋণ বিতরন করা হয়। ৭। প্রগতি কর্মসূচীঃ ক) প্রবাসী, রেমিটেন্স ও ব্যাবসায়ী খাতে ২২জনকে ৫২,১০,০০০ টাকা ঋণ বিতরন করা হয়। এছাড়াও বর্তমান পরিস্তিতে ব্র্যাকের সকল কর্মী করোনা মোকাবেলায় করনীয় সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছে। মানুষের চাহিদা ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে ব্র্যাক সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। ধন্যবাদ। নিত্য গোপাল বিশ্বাস শাখা ব্যবস্থাপক ব্র্যাক কালীগঞ্জ শাখা ঝিনাইদাহ

Post a Comment

Previous Post Next Post