ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের আগমুন্দিয়া সাব কমিটি গঠন করা হয়েছে।বৃহষ্পতিবার দুপুরে আগমুন্দিয়া সিএসএল কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পর কমিটি গঠন করা হয়। ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের আগমুন্দিয়া কমিটির সভাপতি হিসেবে হয়েছেন রায়হান হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে অরন্য শান্ত নির্বাচিত হয়েছে। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে তামান্না ইয়াসমিন। এছাড়ার সহসভাপতি হিসেবে রাসেল হোসেন, সহসাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ, অর্থ সম্পাদক রমজান আলী, যোগাযোগ সম্পাদক সাইমুন, প্রচার সম্পাদক রোহান হাসান রাব্বি, ক্যাম্পেইন সম্পাদক বিপ্লব, নির্বাহী সদস্য হিসেবে আশরাপুল ইসলাম, জাহিদ হোসেন, সাইদ হোসনে, জিহাদ হোসেন, আসি হাসান নির্বাচিত হয়েছেন।
কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ, প্রোগ্রাম অসিসার এস এম শাহীন হোসেন, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের কালীগঞ্জ ইউনিটের সাধারন সম্পাদক তানভির ইসলাম স্বাধীন, কমিউনিটি অর্গানাইজার শরাপত হোসেন তুষার, মাহবুর রহমান, আবুজার গিপারী,নুসরাত আনজুম লাবন্যসহ অন্যরা।
إرسال تعليق