িঝনাইদহের কালীগঞ্জে জাপান ভিত্তিক সেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের লোকাল সার্ভিস প্রোপাইডার এলএসপিদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিন ব্যাপী বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালা সেমিনার কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত)শাহজাহান আলী বিপাশ, ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এস এম শাহীন হোসেন, কমিউনিটি অর্গানাইজার শরাফত হোসেন তুষার। এ সময় কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ও নিয়ামতপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ২৮জন এলএসপি উপস্থিত ছিলেন।
মাসিক মিটিং এ এলএসপিরা নিজ গ্রামে কি ধরনের কাজ করছেন। কতটি উঠান বৈঠক করেছেণ, লক্ষিত নারীদের কি কি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে সকল বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আগামীতে এলাকার লক্ষিত নারীরা এ্যাওয়ার্ড ফর স্মাইলিং এর জন্য নারীদের নির্বাচনের জন্য এলএসপিদের হাতে ফরম তুলে দেওয়া হয়। আগামী ডিসেম্বর মাসে নারীর ক্ষমতায়ন, পুষ্টি রক্ষা, আত্মনির্ভরশীল নারীদের মধ্যে থেকে ১৫ জনকে এ্যাওয়ার্ড দিবে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। সে ব্যাপারে আলোচনা হয়।
إرسال تعليق