পল্লী উন্নয়ন সংস্থা (পউস) কালীগঞ্জ উপজেলায় ৭নং রায়গ্রাম ইউনিয়নের খামার মুন্দিয়া গ্রামে ও ১১নং রাখালগাছি ইউনিয়নরের মোল্লাকোয়া গ্রামে হত দরিদ্র ও বিধবা তালাক প্রাপ্ত ও অসহায় মহিলাদের নিয়ে নকশি কাঁথা ও কুঠির শিল্প সহ দর্জি প্রশিক্ষণ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। যাহার মাধ্যমে ২০+২০= ৪০ জন মহিলা আয় রোজগার করে সংসার পরিচালনা করে। দরিদ্র ও বিধবা তালাক প্রাপ্ত ও অসহায় মহিলাদের মাঝে ২৫+২০= ৪৫ টি ব্লাক বেঙ্গল ছাগল বিতরন করা হয়েেেছ এছাড়া প্রতিবন্ধিদের উন্নয়ন মুলক কার্যক্রম করে আসছে। করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন ৪০ জন মানুষের মাঝে চাউল ও দ্রব্য সামগ্রী বিতরন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। পল্লী উন্নয়ন সংস্থা- পউস রেজি নং ৩৮৩/০২/ঝিনাই মধুগঞ্জ বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।

Post a Comment

Previous Post Next Post