“ওঠো, জাগো, শিক্ষায় গড় বিকশিত ভবিষ্যৎ” এই শ্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা বৃত্তি ২০২২ প্রদান করা হয়েছে। স্কুল পর্যায়ের ২০ জন এবং কলেজ পর্যায়ের ২৮ জন মেধাবী ও গরীব মেয়েদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন। ১২ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০টায় শহরের সুনিকেতন সেমিনারকক্ষে বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী, প্রকৃতিক মেডিকপস হাসপাতালের জাকিয়া সুলতানা, শিশু সাহিত্যিক কামাল হোসেন, ইয়ুথ এগেইনষ্ট হাঙ্গারের যুগ্ম আহবায়ক ফাওজুর রহমান সাবিত সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ও রায়গ্রামসহ পৌর এলাকার মাধ্যমিক পর্যায়ে ২০জন জনকে মাসিক ৪০০ টাকা এবং কলেজ পর্যায়ে ২৮ জনকে মাসিক ৫০০ টাকা করে প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post