ঝিনাইদহের কালীগঞ্জে হাঙ্গার ফ্রি ওয়র্ল্ডের উদ্যোগে মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২১ পালিত হয়েছে। “ শিশু খাবে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার এই কথাটি বলতে হবে সব সময় সবার” শ্লোগান নিয়ে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নে বলরামপুর এবং মল্লিকপুর গ্রামে দিবসটি পালিত হয়। দুটি পৃথক অনুষ্ঠানে শতাধিক নারী উপস্থিত ছিলেন। গতকাল শনিবার সকাল ১১টায় মল্লিকপুর গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে আলোচনা সভায় অংশ নেন এরিয়া কো অডিনেটর (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী বিপাশ, প্রোগ্রাম অফিসার(ডেভেলপমেন্ট) মিজানুর রহমান মিজান, কমিউনিটি অর্গানইজ শরাফত হোসেন তুষার। মাতৃদুগ্ধ নিয়ে আলোচনা করেন ফারহানা ইয়াসমিন ও মরিয়ম বিনতে জিল্লুর। আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য একমাত্র শ্রেষ্ঠতম পুষ্টিকর খাবার। মায়ের দুধ যে কোন রোগ পরিরোধক টিকার চেয়ে অধিক শক্তিশালী ও কার্যকর। মায়ের দুধ শিশুদের রোগ প্রতিরোধ এবং শিশুর মৃত্যু ঝুকি রোধ করে।

Post a Comment

Previous Post Next Post