জাপান ভিত্তিক স্বেচছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড গত ফেব্রুয়ারী ২০২১ মাসে বেশ কিছু কাজ করছে। (১)নিয়ামতপুর ও রায়গ্রাম ইউনিয়নের ১৩টি গ্রামের ২৮জন এলএসপিকে স্বাস্থা,শিক্ষা,পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। (২) নিয়ামতপুর ও রায় গ্রাম ইউনিয়নের ১৩টি গ্রামে চলতি ২০২১ সালে ৫০জন মেয়েকে বৃত্তি দেবার লক্ষে আবেদনপত্র সংগ্রহ এবং যাচাই বাছাই কার্যক্রম করেছে। (৩) কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এবং নিয়ামতপুর ইউনিয়নের ১৩টি গ্রামের ৩৭৬জন লক্ষিত (হতদরিদ্র) নারীর ক্ষমতায়নের মাধ্যমে পুষ্টি উন্নয়ণ (মিডটার্ম পরিকল্পনা ২০০৬-২০২০) মুল্যায়ন করা হয়েছে। (৪)উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সাথে সম্পৃক্ত পরিবারগুলোকে করোনা ভ্যাকসিন নেবার জন্য উঠান বৈঠকের মাধ্যমে আহবান জানানো হয়েছে। একই সাথে প্রায় ২৮ জনকে করোনা ভ্যাকসিন দেবার জন্য অনলাইনের মাধ্যমে ফ্রি রেজিষ্ট্রেশন করানো হয়েছে।

Post a Comment

أحدث أقدم