সোনার বাংলা ফাউন্ডেশন জানুয়ারি, ২০২১ মাসের কাজের অগ্রগতি প্রতিবেদন:
১.পানিসাশ্রয়ীকার্যকরী কৃষিঅনুশীলনপ্রকল্প- কালীগঞ্জউপজেলা প্রতিবেদনকালীনসময়েবর্ণিতপ্রকল্পেরআওতায়কালীগঞ্জউপজেলার ১ নংসুন্দরপুর- দুর্গাপুরইউনিয়নএবং ৪ নংনিয়ামতপুরইউনিয়নে ১০ টি কৃষক দলের সাথে দ্বিমাসিকসমন্বয়সভাকরাহয়েছে । আরোআধুনিক ও উৎকৃষ্ট ভাবেভু- গর্ভেরপানিসাশ্রয়করারনিমিত্তে বি ডিস্যারআন্ডারগ্রাউন্ডপাইপসিস্টেম ইরিগেশনভিজিটকরাহয় । এছাড়াফসলের উৎপাদন বৃদ্ধি ও মাটির গুনাগুণরক্ষারজন্যবিনামুল্য ২১০ জন কৃষকেরমাটিপরিক্ষাকরে দেয়া হয়েছে । মুজিব বর্ষ কৃষি মেলাআয়োজনের লক্ষ্যে কৃষকদের সাথে ১ টিআলোচনাসভাকরাহয়েছে । এছাড়া মোস্তবাপুরগ্রামেরভার্মি সার উৎপাদনকারীদের নিয়েমিটিংকরাহয় ।
২.নারী ও শিশুপাচারপ্রতিরোধ- কালীগঞ্জউপজেলানারী ও শিশুপ্রাচারপ্রতিরোধসম্পর্কে জনগনকেসচেতনকরা। ২ টিউঠানসভাঅনুষ্ঠিতকরাহয়েছে ।
৩.পিপিআরডব্লিউসিপ্রকল্প- ঝিনাইদহ,মাগুরা,কালীগঞ্জবারবাজার,কোলা শিশুদের সাথে নিয়মিতযোগাযোগঅব্যাহতরয়েছে। শিশুঅধিকার ও ঝুঁকিপূর্ণপেশাসম্পর্কেশিশুদের সচেতনকরাহচ্ছে। ওয়ার্কশপমালিকসহবিভিন্ন কর্মদাতাদের সাথে সচেতনতামুলক বৈঠকচলমানরয়েছে ।
৪.নারী ও শিশুনির্যাতনপ্রতিরোধ - কালীগঞ্জসোনারবাংলাফাউন্ডেশনপ্রতিষ্ঠালগ্ন থেকে বাল্য বিবাহপ্রতিরোধেসক্রিয়ভাবেকাজকরছে। ডিসেম্বর ২০২০ এ কালীগঞ্জেরপ্রকল্পকার্যক্রম পরিচালনারসময়গার্জিয়ান ও শিশুদের বাল্য বিবাহেরকুফলসম্পর্কে সচেতনকরাহয়েছে।
৫.মা ও শিশু স্বাস্থ্যসেবা, পুষ্টিউন্নয়ন ও পরিবারপরিকল্পনাকার্যক্রম-প্রকল্প জামালইউনিয়ন, কালীগঞ্জউপজেলাদরিদ্রমানুষের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতাকরাহচ্ছে;
প্রয়োজনীয় ক্ষেত্রে তাদেরকেবিভিন্নসরকারিহাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সেযেতেউদ্বুদ্ধকরাহচ্ছে;
পরিবারপরিকল্পনাগ্রহণেউদ্বুদ্ধ করাহচ্ছে, এছাড়াওকরোনাপ্রতিরোধেসচেতনতামুলকবার্তা প্রেরনকরাহচ্ছে ।
৬. প্রতিবন্ধীসুরক্ষাপ্রকল্প- কালীগঞ্জউপজেলাউঠান বৈঠকেরমাধ্যমে প্রতিবন্ধকতাহ্রাসকরণে যে পরিবারেপ্রতিবন্ধীআছে সেইপরিবারেরসদস্যবৃন্দ, সাধারণজনগণবিশেষকরেগর্ভবতীনারীদেরকেসচেতনকরাহচ্ছে। ২ জনপ্রতিবন্ধীকে ক্র্যাচপ্রদানকরাহয় ।
৭. পিএলডিপি- প্রকল্প- কালীগঞ্জউপজেলাকৃষকদেরও যুবকদের জলবায়ুসহায়ক কৃষিব্যবস্থাপনা ও চাষাবাদ সম্পর্কে বিষয়ভিত্তিক ও সরাসরিধারণা দেওয়াহয়েছে।
৮. করোনাভাইরাস মোকাবেলাকালীগঞ্জউপজেলাকরোনাভাইরাসসমরকেসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন (১০টি)কৃষকসভায়আলোচনাকরাহয়েছে । ১৭০ জনরিকশা, ভ্যান ও অটোচালককেমাস্ক বিতরনকরাহয়েছে । সামাজিককার্যক্রম চলমানআছে
প্রস্তুতকারী:
অনুমোদনকারী:
إرسال تعليق