ওয়েভ ফাউন্ডেশন এর ক্ষুদ্র ঋন কার্যক্রম (নভেম্বর ২০২০)
ওয়েভ ফাউন্ডেশনের নিবন্ধন নং, সমাজসেবা- ৮৭/৯১ তারিখ ২৮/০৭/২০০৪ মাইক্রোক্রেডিট রেগুলেটরীঅথরিটি ঢাকা ধারা ১৬ এর উপ ধারা ৩ তারি০৫/০৯/২০০৭ইং। বর্তমানে ইউনিটের ক্ষুদ্রঋন কার্যক্রমের সার্বিক বিষয় আপনার কাছে পেশ করলাম। আমার ইউনিটে ১টি জেলা ১টি উপজেলাই ৭টি ইউনিয়ন ৪৯টি গ্রামে ক্ষুদ্র ঋন কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। এখানে মোট সদস্য ২০২৪ জন,মোট ঋনী ১৬৫৬ জন,মোট সঞ্চয় ১৩৫৩৬৯১৬ টাকা,মোট ঋনস্থিতি ৩৪৩৫৩৮৯২ টাকা,মোট খেলাপী ৩৭৯ জনের ২১০২৮৫৯ টাকা । মাঠ পর্যায়ে সদস্য মাঝে যে সকল সুবিধা দিয়ে থাকি তা নিম্নরুপঃ-
১.সদস্যদের ঋন প্রদান বীমা, চিকিৎসা সুবিধা,দিয়ে থাকি।
২.সদস্যর জমাকৃত সঞ্চয়ের ৬%হারে লভ্যাংশ, দিয়ে থাকি
৩.সদস্যের জমাকৃত নিরাপত্তা সঞ্চয় ১০ বছর দিগুন লাভ দিয়ে থাকি।
৪.সদস্য বা বাহিরের সদস্য ছেলে মেয়েদের সীপ প্রকল্পে কারিগরি প্রশিক্ষন দেওয়া যেমনঃ-
মোবাইলসার্ভিসিং,কম্পিউটার,ফ্যাশানগার্মেন্টস,ও ইলেকট্রনিক ইত্যাদি,
৫.সদস্য মেধাবী ছেলে মেয়েদের শিক্ষাবৃত্তিও স্কলারসীপ প্রদান করা হয়।
৬. সদস্যদের একসেস,প্রকল্পের আওতায় স্যানিটেশন ঋন প্রদান করি এবং উপর স্বাস্থ্য বিধিষিয়ক প্রশিক্ষন দেওয়া হয়।
৭.বুনিযাদ সদস্যদের বিনামুলে বিভিন্ন শাখ-সবজীরবীজ,গাছের চারা দিয়ে থাকি।
৮.কৃষক সদস্যদের অংকুরএ্যাগ্রো মেশিনারিজ ঋনের মাধ্যমে কৃসিযন্ত্রপাতি দিয়ে থাকি। যেমনঃ- পাওয়ারটিলার,ঘাসকাটার মেশিন, স্যালোমেশিন, মটরসাইকেল, ইজিবাইক ইত্যাদি।
৯.কর্মএলাকার মধ্যে আমাদের সোলার পাম্প,ও বায়োগ্যাস প্লান্ট তৈরী করা হচ্ছে।
ধন্যবাদান্তে-
মোঃ মনিরুজ্জামান
ইউনিট ম্যানেজার
কালীগঞ্জ,ওয়েভফাউন্ডেশন
إرسال تعليق