প্রধান কার্যালয়ঃ মধুগঞ্জ বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ-৭৩৫০।
ফোনঃ ০৮৫২৩-৫৬০২১ মোবাইলঃ ০১৭১২-০০১০৬৬
স্থাপিতঃ ১৯৯৫ সাল,
সমাজ সেবা অধিদপ্তর কতৃক রেজিঃ নং- ১৫৩/৯৮ তারিখঃ- ১২-০২-১৯৯৮
এনজিও বিষায়ক বুরো কতৃক রেজিঃ নং- ২৫৫০। তারিখঃ- ১১-০৩-২০২০
ভুমিকাঃ
গ্রামীন দারিদ্র, ভূমিহীন, স্বামী পরিত্যাক্ত, নির্যাতিত, অবহেলিত, বঞ্চিত, পশ্চৎপদ অসহায় মানুষের সামাজিক উন্নয়ন, সুশাসন, মানবাধিকার, প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার লক্ষে বেসরকারী অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সোনার বাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত কাজ করে আসছে। ১৯৯৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধন হলেও সোনার বাংলা প্রাথমিক কর্মকান্ড শুরু হয়েছিলো ১৯৯৫ সালে জন্মলগ্নে থেকে সোনার বাংলা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের এগিয়ে নেবার নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। অভিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সোনার বাংলা বিভিন্ন প্রকল্প পরিচালনা করেছে। উক্ত প্রকল্পগুলো নিম্নে আলোচিত হলঃ
সংস্থার ভিশন্য: সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকল্পে সমাজ অভ্যন্তরে সমসুযোগ সৃষ্টি করা।
সংস্থার মিশন: সক্রিয় অংশগ্রহনের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির জন্য দরিদ্রতর জনগোষ্টির জীবন মানোন্নয়নে সহায়তা করা।
সংস্থার লোকবল ঃ
. বর্তমান সময়ে চলমান (২০১৯-২০২০) কার্যক্রমের বিবরণী ঃ
কার্যক্রমের নাম কর্ম এলাকা জেলা/উপজেলা চলতি বাজেট সহযোগী সংস্থার নাম সরঃ/বেসরঃ অর্থায়ন উপকারভোগীর সংখ্যা ও ধরণ কার্যক্রমের উদ্দেশ্য ও ফলাফল
কর্মজীবি শিশুদের অধিকার রক্ষা ও উন্নতিকরন প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ৫২২৬৮০৫/- মানুষের জন্য ফাউন্ডেশন মানুষের জন্য ফাউন্ডেশন ৩৫০০ শিশু ও তাদের সংশ্লিষ্ট ১২০০০.নারী পুরুষ (অভিভাবক,কর্মস্থলের,মালিক,সহকর্মী, পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ)। সর্বমোট-১৫৫০০ জন উদ্দেশ্যঃ জেলার কালীগঞ্জ উপজেলার ঝুকিপূর্ণ এবং অপমানকর শিশু শ্রমের কৌশলগত প্রতিরোধ ও নিরসন।
ফলাফলঃ অভিভাবক, মালিক পক্ষ, স্থানীয় কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ শিশুশ্রমের সমস্যা বিরূপ প্রতিক্রিয়া এবং তা থেকে বেরিয়ে আশায় গতিশীল কার্যক্রমে অংশগ্রহণ করবেন।১০ বছরের নীচের ৮৭৫ জন শিশুকে ঝুকিপূর্ণ কর্মস্থল থেকে সরিয়ে এনে শিক্ষা, চিকিৎসা, বিনোদন, রেফার ইত্যাদির মাধ্যমে কার্যকরী সামাজিক প্রতিরক্ষা সৃষ্টি করণ।
গ্রামিন জীবনযাএার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারভিযান (সি এস আর এল) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ১,১৯,৫৬৫/- কর্মজীবি নারী অক্সফাম ৫০০০ নারী পুরুষ উদ্দেশ্যঃ গ্রামীন ও সহজলভ্য গ্রামীন প্রযুক্তিকে আরো ব্যবহার উপযোগী করে তোলার মাধ্যমে স্থায়ীত্বশীল গ্রামীন জীবন যাত্রার মান নিশ্চিত করা।
ফলাফলঃ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে ১০০০০ কৃষককে স্থানীয় টিকসই পদ্ধতিতে পরিবেশ বান্ধব কৃষিতে উৎসাহিত করা।
দুস্থ্যঃ মহিলা উন্নয়ন কর্মসুচি- ভিজিডি। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ১৪,৪৩,৫৮৩/- মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা বিষয়ক অধিদপ্তর ৫০০০ নারী উদ্দেশ্যঃ প্রশিক্ষন ও সচেতনায়নের মাধ্যমে আয়বর্ধক কর্মসুচির গ্রহন তথা নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত করা।
ফলাফলঃ মাগুরা জেলার সদর ও মোহাম্মদপুর উপজেলার ২৫০০০জন মহিলা দক্ষতাবৃদ্ধির মাধ্যমে আত্বনির্ভরশীল হয়ে উঠবে।
নারী ও শিশু ,পাচার প্রতিরোধ ও সূরক্ষা প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ,উপজেলা ১,১৬,৯৫৪/- সোনার বাংলা ফাউন্ডেশন ও খান ফাউন্ডেশন খান ফাউন্ডেশন ও নিজস্ব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপ জেলার ১০০০ নারী ও শিশুগন। উদ্দেশ্যঃ কার্যকরীভাবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নারী ও শিশু নির্যাতন,পাচার প্রতিরোধ করা।
ফলাফলঃ ঝিনাইদহ জেলার সকল গন মানুষের মাঝে সচেতনতা সুষ্টির মাধ্যমে নারী ও শিশু নির্যাতন,পাচার প্রতিরোধ।
প্রতিবন্ধীদের চিকিৎসা,পুনর্বাসন ও উন্নয়ন প্রকল্প। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা।
১,০৩,৪০৭/ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও সোনার বাংলা ফাউন্ডেশন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন
ফাউন্ডেশন ও নিজস্ব ১২০০ জন নারী ও পুরুষ প্রতিবন্ধি। উদ্দেশ্যঃ প্রতিবন্ধীদের জন্য সামাজিক সুযোগ সুবিধা সমুহে অংশগ্রহন ও অভিগম্যতা সৃষ্টি করা করা।
ফলাফলঃ ঝিনাইদহ জেলার ১২০০ জন প্রতিবন্ধীদের আয়বর্ধনশীল কর্মকান্ডের মাধ্যমে আত্বনির্ভরশীল করার মাধ্যমে সামাজিক ও সরকারী বেসরকারী সুযোগ সুবিধা নিশ্চিত করা ।
এইচ আই ভি/এইডস প্রতিরোধ প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ, উপজেলা ৮৭,১১৫/- এস টি আই/এইডস নেটওয়ার্ক ও সোনার বাংলা ফাউন্ডেশন এস টি আই/এইডস নেটওয়ার্ক ও নিজস্ব উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পেীরসভার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০০০ জন। উদ্দেশ্যঃ কালীগঞ্জ উপজেলার জনমানুষের মাঝে এইচ আই ভি/এইডস বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সামাজিক সচেতনতা সৃষ্টি করা ও এইস আই ভি প্রতিরোধে সামাজিক প্রতিরক্ষা গড়ে তোলা
ফলাফলঃ উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পেীরসভায় সামাজিক কমিটি গঠনের মাধ্যমে সামাজিক সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সচেতনতা সৃষ্টি ও এইস আই ভি প্রতিরোধে কার্যকরী ভুমিকা পালন করা।
নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সূরক্ষা প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ৯৮,০৭০/- সোনার বাংলা ফাউন্ডেশন নিজস্ব ১১টি ইউনিয়ন ও ১টিপৌরসভার অভ্যন্তরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২০০০ জন। উদ্দেশ্যঃ কার্যকরী ভাবে বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন রোধ করা।
ফলাফলঃ সরকারী বেসরকারী সংস্থা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট করার মাধ্যমে ঝিনাইদহ ৪টি উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার অভ্যন্তরে নারী নির্যাতন রোধে সামাজিক নেতৃত্ব গড়ে তোলা।
মৎস্য খামার প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ২,৬৭,৫২৯/- সোনার বাংলা ফাউন্ডেশন নিজস্ব ২০০ জন বেকার যুবক উদ্দেশ্যঃ বেকার যুবকদের মৎস্য চাষে উদ্বুদ্ধ করার মাধ্যমে তাদেরকে আত্বনির্ভরশীল করে তোলা।
ফলাফলঃ ২০০ জন যুবককে নির্বাচন করে মৎস্য চাষে প্রশিক্ষনপ্রদান করার মাধ্যমে তাদের স্ব-কর্মসংস্থানের ব্যবস্থা করা।
নার্সারী প্রকল্প ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা ১,২০,৫৪৩/- সোনার বাংলা ফাউন্ডেশন নিজস্ব ৫০০০০ নারী ও পুরুষ উদ্দেশ্যঃ সামাজিক বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখা।
ফলাফলঃ ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মাধ্যমে উপজেলার পতিত ও অনুৎপাদনশীল ভূমি সমুহকে কার্যপোযোগী করে তোলা।
Post a Comment