ব্র্যাক কালীগঞ্জ শাখা কর্তৃক অক্টোবর- ২০২০ এর পরিচালিত কার্যক্রম সমূহ। ১। যক্ষ্মা কর্মসূচীঃ ক) অক্টোবর/২০ মাসে ৩৪২ জন রোগী কফ পরীক্ষা করে ৪৫ জন নতুন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়। খ) ব্র্যাক কালীগঞ্জ শাখা অফিসের আওতায় ২২২ জন যক্ষ্মা রোগীকে নিয়মিত সাস্থ্য সেবিকা কর্তৃক ঔষধ খায়ানো হয়। গ) সাস্থ্য সেবিকা কর্তৃক প্রসুতি মায়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২। সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীঃ ক) মানবাধিকার লঙ্ঘন জনিত ঘটনায় আইন সহায়তা ব্র্যাক থেকে দেওয়া হয়েছে ৮জনকে। খ) চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে ১জনকে ১৫০০টাকা। গ) নারী নির্যাতন প্রতিরোধ মিটিং ১৫টি। ঘ) বিভিন্ন সংস্থান সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ করানো হয়েছে ৩০জনকে। ঙ) করোনাকালীন সচেতন করা হচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে। ৩। আইন সহায়তা কর্মসূচীঃ ক) মামলা=০২টি। খ) অভিযোগ গ্রহন=১২টি। গ) মীমাংসা/ সালিশ=০৪টি। ঘ) দেনমোহর/ভরনপোষন আদায়=৭০,০০০টাকা। ৪। শিক্ষা কর্মসূচীঃ ক) শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা। খ) অভিভাবকদের দল গঠন করে তাদের বাড়িয়ে গিয়ে শিক্ষার্থীদের পড়া দেওয়া ও পড়া নেওয়া। গ) ৯৯.২ এফএম রেডিও ঝিনুকে শিশু শ্রেণী ক্লাস হয়। (শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫মিনিট সেগুলো শোনা) ঘ) শিক্ষার্থীর ভাল, মধ্যম ও দূর্বল ৩ শ্রেণিতে ভাগ করা এবং সে অনুযায়ী তাদের প্রতি খেয়াল রাখা ঙ) গনকেন্দ্রর মাধ্যমে ১৫টি হাইস্কুলের প্রধান শিক্ষক ও লাইব্রেরিয়ানদের সাথে যোগাযোগ করা। চ) করোনা সম্পর্কে সচেতনতামুলক আলোচনা করা। ৫। স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচীঃ ক) ওস্তাদদের টেনিং করানো। (মোবাইলফোন সার্ভিসিং, কম্পিউটার সার্ভিসিং, টেলারিং এন্ড ড্রেস মেকিং, মোটরসাইকেল সাভিসিং) খ) ঝরে পড়া শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের ৩০জনের মাঝে মাস্ক, এপরোন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ৬। ক্ষুদ্র ঋণ কর্মসূচীঃ ক) ক্ষুদ্র ব্যবসা, কৃষি, মৎস ও হাঁস মুরগী পালন, মেডিসিন ব্যবসা ও মুদি ব্যবসা খাতে ২২৫ জনকে ১০৮.৪১ লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। ৭। প্রগতি কর্মসূচীঃ ক) প্রবাসী, রেমিটেন্স ও ব্যাবসায়ী খাতে ২৫জনকে ৫১.৭০ লক্ষ টাকা টাকা ঋণ বিতরন করা হয়। ৬। বর্গাচাষী উন্নয়ন কর্মসূচীঃ ক) বর্গাচাষীদের উন্নয়নকল্পে ১৩৫জনকে ৬৬.৯৮ লক্ষ টাকার ঋণ বিতরন করা হয়েছে। এছাড়াও বর্তমান পরিস্তিতে ব্র্যাকের সকল কর্মী করোনা মোকাবেলায় করনীয় সম্পর্কে মানুষকে সচেতন করে চলেছে। মানুষের চাহিদা ও প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে ব্র্যাক সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। ধন্যবাদ। নিত্য গোপাল বিশ্বাস শাখা ব্যবস্থাপক ব্র্যাক কালীগঞ্জ শাখা ঝিনাইদাহ

Post a Comment

أحدث أقدم