ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অপচয় রোধে র‌্যালি, মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। কালীগঞ্জের ৫টি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজক হিসেবে ছিলেন জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড। সহ আয়োজক ছিল ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার, বিকশিত বাংলাদেশ, প্রত্যাশা ২০২১ ফোরাম, কালীগঞ্জ জৈব কৃষক সমিতি, দোয়েল মুক্ত স্কাউট মুক্ত গ্রুপ। বৃহস্পতিবার সকাল ১০টায় বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জের বৈশাখী তেলপাম্প এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের সদস্যরা। সেখানে বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের শাহজাহান আলী বিপাশ, ইয়ুথ এগেইস্ট হাঙ্গারের ইমন হোসেন, প্রত্যাশা ২০২১ ফোরামের নুরুজ্জামান বিশ্বাস, দোয়েল মুক্ত স্কাউট গ্রুপের আবদুল আলিম, কালীগঞ্জ জৈব কৃষক সমিতির এসএম শাহীন হোসেন, আদর্শ কৃষক হেলাল উদ্দিন, সামছুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বিশ্ব খাদ্য দিবসে খাদ্য অপচয় রোধ, করোনায় ক্ষতিগ্রস্ত কৃষিখাতের সুরক্ষা এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার কাছে ১০ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

Post a Comment

أحدث أقدم